সফলভাবে খুলনা বিভাগীয় সিলেকশন রাউন্ড আয়োজনের পর বিশ্বব্যাপী জনপ্রিয় বিজনেস র্স্টাটআপ প্রতিযোগীতা “গেট ইন দ্যা রিং-ঢাকা” এখন রাজশাহীতে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং ফ্রেড্রিক নাউমান ফাউন্ডেশন এর আয়োজনে তৃতীয় বারের মত আয়োজিত হচ্ছে উদ্যোক্তাদের অলিম্পিক খ্যাত এই প্রতিযোগীতা।

দেশব্যাপী এই প্রতিযোগীতাকে ছড়িয়ে দিতে এবারের আয়োজনে থাকছে বিভাগীয় সিলেকশন রাউন্ড, যেখান
থেকে বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগীদের তুলে আনা হবে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফিনালের জন্য,
যারা চূড়ান্ত শিরোপার জন্য লড়বে। এরই ধারাবাহিকতায় গত ১৩ই সেপ্টেম্বর রাজশাহী অঞ্চলরে শিল্পকলা
একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সিলেকশন রাউন্ড। রাজশাহী বিভাগ ও এর পাশ্ববর্তী অঞ্চলের কলজে ও
বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতিযোগিরা অংশ নেয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায়।

রাজশাহী থেকে আলোর ফেরীওয়ালা, আহার, রিংগো রিংগার্স নামক তিনটি র্স্টাটআপ টিম গেট ইন দ্যা রিং – ঢাকা ২০১৯-২০ এর ন্যাশনাল ফাইনালরে জন্য নির্বাচিত হয়।

জনপ্রিয় বিজনেস র্স্টাটআপ গেট ইন দ্যা রিং

বিচারকের দায়িত্তে ছিলেন জনাব হাসনাত রনি, এজিএম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনাব মোহাম্মদ
সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক, রাজশাহী, মো: ওমর মোস্তাফিজ, প্রগ্রাম ম্যানেজার,জনপ্রিয় বিজনেস র্স্টাটআপ গেট ইন দ্যা রিং

ফ্রেডরিক ন্যউমান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফ এন এফ বাংলাদশে)।

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত গ্রান্ড ফিনালের মাধ্যমে এই আয়োজনরে র্পদা নামবে ।

চন্দন হায়দার
সমন্বায়ক ও ইভন্টে ডিরেক্টর
গেট ইন দ্যা রিং ঢাকা ২০১৯-২০
ফোন: ০১৮৪৭ ৩৩ ৪৭ ৬২

Leave your comments